চট্টগ্রাম নগরীর ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়াজের পাড়ার ছালে আহম্মদ মেম্বার বাড়ীর একটি পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করে ওই বাড়ীর বাসিন্দা মোহাম্মদ সেলিম ( ৫০), চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত এজাহার গ্রহণ করে বাকলিয়া থানাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী এজাহারে অভিয়োগ করেন, গত ৩ জুলাই বাদীর নিজ বাসস্থলে সংস্কার কাজ করার সময় এজাহার নামীয় আসামী মৃত মঞ্জুরুল আলমের পুত্র মোহাম্মদ ছগির, মোশারফ হোসেন বাপ্পী,
মৃত লোকমানের ছেলে লুৎফুর রহমান লিটন, মোহাম্মদ সোলেমানের পুত্র মোহাম্মদ মানিক , সোহেল মাহামুদ, আতিকুর রহমান, মৃত ছালে আহম্মদের পুত্র মোহাম্মদ সোলেমান সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন এসে বাদী মোহাম্মদ সেলিমের উপর সশস্ত্র হামলা চালায়। তার শোরচিৎকার শুনে তাকে বাঁচাতে তার স্ত্রী, কন্যাসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপরও এলোপাতাড়ি হামলা চালায় আসাসীরা।
বাদী এজাহারে উল্লেখ করেন, হামলা চালানোর পর তারা সেলিমের ঘরে প্রবেশ করে ভাংচুর চালায় এবং অস্ত্রের মূখে ২ ভরি ওজনের স্বর্ণের চেইন, নগদ ১৪ হাজার টাকা চিনিয়ে নেন। এসময় এলাকাবাসি পুলিশকে ফোন করলে তারা দ্রুত পালিয়ে যায়।
হামলার বিষয়ে আহত সেলিম জানায়, ছগির, মোশারফ, লুৎফুর রহমান লিটন, মানিক, সোহেল, আতিকের নেতৃত্বে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়াজের পাড়ায় একটি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ রয়েছে। তারা এলাকায় চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসাসহ নিরিহ মানুষকে মারধর এবং দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কাজ আসছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না।
আসামীদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানান আহত মোহাম্মদ সেলিম।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।