চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে চবি ছাত্রসহ দুই জন আটক : প্রতারক সিন্ডিকেটের সন্ধানে জেলা প্রশাসন
আজ ১১ মার্চ ২০২২ তারিখ শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে চট্টগ্রাম জেলা প্রশাসকর কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ প্রতারক সিন্ডিকেট এর দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেনঃ জালাল উদ্দিন (২৪)। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপলজি বিভাগের (নৃবিজ্ঞান) ছাত্র ও অন্যজন আব্দুল কাদের রিমন (২৫)। কেন্দ্রের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নিকট পরীক্ষার হলে হাজিরাশীটের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলানোর সময় গড়মিল পরিলক্ষিত হয়। এরপর হাজিরাশীটের তথ্য এবং প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে দেখা যায়, মোঃ হায়দার রশিদ নামক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষার প্রবেশপত্রে ফটোশপ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপলজি বিভাগের ছাত্র জালাল উদ্দিন পরীক্ষায় ৫ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে আসে।
জালাল উদ্দিন কে ৫ হাজার টাকার বিনিময়ে মোঃ হায়দার রশিদের হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ নিতে ভাড়ায় নিয়ে আসে "প্রক্সি সিন্ডিকেটের প্রতারক চক্র"। জালাল উদ্দিনের তথ্যের সূত্র ধরে ছদ্মবেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশসহ নিউমার্কেট,রিয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১ টার দিকে চসিক মিউনসিপ্যাল স্কুল সংলগ্ন এলাকা থেকে আব্দুল কাদের রিমনকে গ্রেফতার করা হয়। রিমনের তথ্য মতে জাহাঙ্গীর সহ আরো কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সাথে জড়িত। এই প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.