প্রতিপক্ষের সঙ্গে ধাক্কা খেয়ে দাঁতই হারিয়ে ফেললেন নাপোলির মেক্সিকান ফুটবলার হার্ভিং লজানো। কিছুদিন আগেও এমন একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি, তবে সেটি ছিল মেক্সিকো জাতীয় দলের হয়ে খেলায়।
নাপোলি বনাম লেস্টার সিটি, ইউরোপা লিগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল দুই ক্লাব। ম্যাচে তখন ২-২ গোলে সমতা, খেলায় বয়স ৪৪ মিনিট। এমন সময় বল নিয়ে দৌড়াচ্ছিলেন লজানো। তার পা আটকে যায় মাঠের টার্ফে, ফলে পড়ে যেতে থাকলে মাথা গিয়ে ঠেকে লেস্টার সিটির উইলফ্রেড এনডিডির কনুইয়ে। আঘাতে দাঁতই মুখ থেকে খসে পড়ে লজানোর। রেফারি দ্রুত স্ট্রেচার নিয়ে আসার নির্দেশ দেন।
এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে নাপোলিই। ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক সেই গোলটি করেন এলিফ এলমাস। এর আগেও একবার জালের দেখা পেয়েছিলেন তিনি। দলের অন্য গোলটি অ্যাডাম ওনাসের। অন্যদিকে লেস্টার সিটির গোল দুটি এসেছে জনি ইভান্স ও ডিউসবারির পা থেকে।
এ জয়ের ফলে ‘সি’ গ্রুপে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নাপোলির। লেস্টারের বিপক্ষে হারলেই বাদ পড়তে হতো তাদের। এখন খেলতে হবে প্রতিযোগিতাটির প্লে-অফে। কেননা টেবিলের দুইয়ে অবস্থান তাদের।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।