প্রেস বিজ্ঞপ্তি :: বাউবি শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন "ডাক দিয়ে যাই" চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক মো: পারভেজ খানের পরিচালনায় আন্তজার্তিক মার্তৃভাষা দিবসে বীর ভাষা শহীদদের প্রতি বাউবি শিক্ষার্থীদের সম্বনয়ে র্যালী উদযাপন ও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও সি আর বি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী জাকির হোসেন, চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন সাধারন সম্পাদক কপিল উদ্দিন, সহ সাধারন সম্পাদক আব্দুর রসিদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাকিল, প্রচার সম্পাদক বোরহান, সদস্য সাদিয়া চৌধুরী, শান্ত, সাইফুল, সৌরভ, রাসেল, মেরাজ, নাসির, রাসেদ, কাজল, জয়া, জুলি, শাহনাজ, ইমরুজ, হাফসা, প্রিয়া, জয়া, মিংচুন মারমা, সম্রাট, ইসরাত, ইতি, তানিয়া, শবনম, শাহেদ, ইয়াছিন, ফাহিম, রাজা, মেহেরুস, উর্মি, তানজিলা, জান্নাত, নাসির, হুজাইফা, আওয়াল, খালেদ, নয়ন, তানভীর, খোকন, মনসুরা, ওয়াহিদ, জাহেদ, শারমিন, প্রমুখ।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.