বিশেষ প্রতিবেদক :: ট্রাফিক উত্তর বিভাগের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সচেতন করার লক্ষ্যে ট্রাফিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা বৃদ্ধি রোধ,ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো,অবৈধভাবে যাতাযত পার্কিং না করা,অবৈধ টুকেন বানিজ্য বন্ধ করা, গাড়ির কাগজপত্র সঠিক রাখা, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা না বলা এবং ট্রাফিক আইন মেনে চলা, এই বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করা হয়।
আজ (২৫ মে, ২০২৩) আর এফ কমিউনিটি সেন্টারে এই ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অতিরিক্ত উপ-পলিশ কমিশনার উত্তর ট্রাফিক, হুমায়ুন কবির বলেন মটরযান আইন, সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধকল্পে চালকদের করনীয়, শুধুমাত্র বাসস্টপেজে যাত্রী উঠানামা করানো, বাসস্টপেজ ছাড়া গাড়ীর দরজা না খোলা ও যাত্রীদের সাথে হেলপার এবং চালকদের কাঙ্খিত আচরণ ইত্যাদি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পলিশ কমিশনার উত্তর ট্রাফিক, হুমায়ুন কবির, জনাব আসিফ মাহমুদ গালিব-এসি ট্রাফিক উত্তর, রেজাউল করিম খান - টিআই মোহরা, বশিরুল ইসলাম- টিআই মুরাদপুর, বিপুল পাল- টিআই চান্দঁগাও, অটোটেম্পু, মেক্সিমা, মাইক্রবাস,অটোরিকশা,ট্রাক,বাস সহ মালিক ও শ্রমিক।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।