টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন মো. সোহাগ হোসেন নামের এক যুবক। তিনি নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বলে দাবি করেছেন।
পরে মুচলেকা নিয়ে সোহাগকে ছেড়ে দেওয়া হয়। সোহাগ ওমরগনি এম ই এস ইউনিভার্সিটি কলেজের ডিগ্রির শিক্ষার্থী মোহাইম আজম চৌধুরীর হয়ে পরীক্ষা দিতে আসেন।
মোহাইমের পরীক্ষার কেন্দ্র ছিল চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে।
মহিলা কলেজের উপাধ্যক্ষ সালমা রহমান বাংলানিউজকে বলেন, ছবির সঙ্গে সোহাগের চেহারার মিল না থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সোহাগ টাকার বিনিময়ে পরীক্ষা দিতে আসার বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, সোমবার ডিগ্রি তৃতীয় বর্ষের হিসাববিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা ছিল। সোহাগের বিষয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও মোহাইম আজম চৌধুরীকে হিসাববিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
সূত্র: banglanwes24
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.