ডাটাবেজ থেকে তথ্য উধাও হয়ে গেছে। জন্ম ও মৃত্যুর যে বিশাল পরিমাণ ডাটা সার্ভার থেকে উধাও হয়েছে তা তদন্ত করে আগামী এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন হাইকোর্ট।
রোববার (২৯ মে) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।
জন্ম-মৃত্যু সনদ পাওয়ার ক্ষেত্রে জনগণ যেসব অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনার বিষয়টি উল্লেখ করে তা অবৈধ ঘোষণা করতে রুল জারি করেছেন আদালত।
এ সময় আদালত আরও জানাতে চায় বিশাল পরিমাণ ডাটা গায়েব হয়ে যাওয়ার বিষয়টি তদন্ত না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০১৯ এর কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি না করার কারণ আদালত জানতে চায়। যা তদন্তপূর্বক রিপোর্ট দিতে আগামী এক মাসের মধ্যে বলেছেন আদালত।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।