কালেরপত্র ডেস্কঃ
না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধকালীন ঢাকার সাবডিভিশন কমান্ডার সুলতান উদ্দিন আহমেদ রাজা। গত বুধবার ( ১৮ আগষ্ট) সন্ধায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ রাজা প্রাদেশিক মন্ত্রীসভার খাদ্যমন্ত্রী গিয়াস উদ্দিনের ছেলে। তার পৈতিক নিবাস জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর নান্দিনা গ্রামে। বীর মুক্তিযোদ্ধা রাজা মাদারগঞ্জ সমিতি ঢাকা'র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে,আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার ( ১৯ আগষ্ট) বিকালে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান ও জামালপুর হাইস্কুল মাঠে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.