কালেরপত্র ডেষ্ক :
জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন। বুন্দেসলিগায় তার ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার আর নেই।
৭৫ বছর বয়সে চলে গেলেন তিনি।
১৯৭৪ বিশ্বকাপের সর্বােচ্চ গোলদাতা ছিলেন তিনি।
বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সাবেক এই স্ট্রাইকার ২০১৫ সালে আলজেইমার (এটি মস্তিস্কের এমন এক রোগ যে কারণে কিছু মনে রাখতে না পারে না রোগী) রোগে আক্রান্ত হন। এরপর বিশেষায়িত কেয়ার হোমে বসবাস করছিলেন তিনি। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ অফিসিয়াল বার্তায় জানিয়েছে, রোববার সকালে মারা গেছেন মুলার।
মৃত্যুকালে স্ত্রী ও কন্যাকে রেখে গেছেন।