বিশেষ প্রতিবেদক:: চট্টগ্রাম মহানগর কাপ্তাই রাস্তার মাথা কালুঘাট টোকেন বাণিজ্য চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করা হয়েছ। এলাকার সচেতন মহল ও উক্ত সমাবেশে বক্তারা বলেন, গরীব অসহায় মানুষ গাড়ি চালিয়ে কোন রকম জীবন যাপন করতেছে এদের মধ্যে কথিত কিছু চাঁদাবাজরা গাড়ি রাস্তায় চলতে হবে হলে টোকেন ছাড়া চলতে পারবেনা এসব টোকেন চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকার মানুষ প্রকাশ্যে প্রতিবাদে নামে, এতে এক যুবককে হুমকি প্রদর্শন করে, কথিত টোকেন বাণিজ্য চাঁদাবাজ মোহাম্মদ বেলাল ,কাপ্তাই রাস্তার মাথা ডাকাত হোসেন ,বোয়ালখালী চাঁদাবাজ আবুল কালাম ,চাঁদাবাজ আনোয়ার প্রকাশ আনু,ও চাঁদাবাজ জুয়েলের নেতৃত্বে প্রতিদিন চাঁদাবাজির টাকা বাগভাটোয়ারা করে নেন।
পরিবহন থেকে দৈনিক ৫ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা চাঁদা আদায় করেন তারা। চাঁদাবাজ বেলাল প্রকাশ্য সাধারন মানুষকে হুমকি দেন গুলি করে মেরে ফেলবে বলে, না হলে মামলা দিয়ে ভিতরে ঢুকিয়ে রাখবে। মানুষ তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রতিবাদ সমাবেশ করেন, সমাবেশের নেতৃত্ব দেন মহল্লার যুবলীগের সংগঠক মোহাম্মদ আজম উদ্দিন ,এলাকা যুবসমাজ ও পেশাজীবী সমাজ সমাবেশে অংশগ্রহণ করেন।