বাংলাদেশ স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ৪×১০০ মিটার রিলে সাঁতার (বালিকা বড়) ২য় স্থান হওয়ার গৌরব অর্জন করেছে আমিনা আকতার ও (বালক বড়) ৩য় হয়েছে প্রাঞ্জল বড়ুয়া।
আমিনা আকতার বোয়ালখালী উপজেলার ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং প্রাঞ্জল বড়ুয়া গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
গতকাল রবিবার (২৭অক্টোবর) সকাল নয়টায় বরিশালের ব্যাপ্টিস্ট মিশন স্কুলের পুকুরে জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।এতে আমিনা আকতার ২য় এবং প্রাঞ্জল বড়ুয়া ৩য় স্থান অর্জন করে।
ভবিষ্যতে সাঁতারু হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে নৈপূন্য অর্জন করতে চান বলে জানিয়েছেন এই দুই শিক্ষার্থী।
এর আগে শনিবার (২৬ অক্টোবর) সকালে বরিশাল বেলস পার্কে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষক প্রতিনিধি প্রজীব কুমার বড়ুয়া ও এসএম গোলাম মোস্তফা বলেন, সাঁতারে জাতীয় পর্যায়ে বোয়ালখালীর দুই শিক্ষার্থীর এই কৃতিত্ব সত্যিই গৌরবের। তাদের অনুশীলন ও প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা করলে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে কৃতিত্ব রাখবে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.