বোয়ালখালী প্রতিনিধি :বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী। গত শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনে অংশ নেন পূর্বগোমদন্ডী গ্রামের সর্বস্তরের জনসাধারণ।
এতে সংহতি প্রকাশ করেন উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনুুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, হয়রানির উদ্দেশ্যে নিতাই চক্রবর্তী নামের এক ব্যক্তি মামলা দিয়েছেন গ্রামবাসীর বিরুদ্ধে। এর সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল দে বক্তব্যে বলেন, মন্দিরের সম্পত্তিতে ভূয়া ওয়ারিশান সৃষ্টি করে জায়গা দাবি করছেন নিতাই চক্রবর্তী গং। তাদের ওয়ারিশন সনদটি পৌরসভা বাতিল করেছে। এছাড়া তারা আদালতে নিষেধাজ্ঞার আবেদন করছিল। তাও আদালত খারিজ করে দেন। এরপর হয়রানির উদ্দেশ্যে গ্রামের লোকজনের বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামল চৌধুরী, দীলিপ দে, রতন চৌধুরী, শংকর চৌধুরী, শ্যামল বিশ্বাস, বিশ্বজিত চৌধুরী বাবু, পিংকু কর, সরোজ কুমার চৌধুরী, বিষু ঘোষ, বিকাশ সিকদার, অনিল দে, অর্পিত দত্ত, বাবলু কুমার ঘোষ, সুব্রত দত্ত রাজু, রুণা দে, রুপন শীল, রক্তিম দে, সঞ্জয় দত্ত, সত্যপ্রিয় শীল, বিধান মোহরের, পন্ডিত তাপস চক্রবর্তী, লিটন কান্তি গুহ, আশুতোষ চৌধুরী, উৎপল ধর, দীপু সেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, বিপ্লব সরকার, চিন্ময় চৌধুরী, সনজিত চৌধুরী তুহিন, রাজু দে, উমা বিশ্বাস, সুমন দে, সুমন কর, উত্তম ধর, বিপ্লব দাশ, নিপু দে, অভি দত্ত, অভিজিৎ দত্ত, বিজয় চক্রবর্তী, দুর্জয় তালুকদার, সৌমেন চক্রবর্তী, সনদ চক্রবর্তী, অর্পণ চক্রবর্তী, অনিক চক্রবর্তী, ছোটন চক্রবর্তী, প্রদীপ দে, লিটন দে, সুজয় দত্ত টিপু, অজিত দাশ, জুয়েল চক্রবর্তী, বিপ্লব বিশ্বাস গৌরাঙ্গ, জয়দ্বীপ চক্রবর্তী, রানা দত্ত ও সজীব চৌধুরী সুমন।
অনুষ্টিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খিৃষ্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখা, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) উপজেলা শাখা, লোকনাথ সেবক সংঘ, সুহৃদ ক্লাব, উদয়ন সংঘ, জগদীশ্বরী কালী মন্দির, দাশ পাড়া মায়ের উন্নয়ন সংঘ, ত্রিলোকেশ মহা শশ্মান পরিচালনা কমিটি, রাধা গোবিন্দ ও জ্বালা কুমারী মাতৃ মন্দির, নারায়ণ মন্দির স্টুডেন্ট ক্লাব, পল্লী মঙ্গল যুবক সমিতি ও ব্রাহ্মণ সংসদ নেতৃবৃন্দ।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.