বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেছেন, স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত জুলুম-নির্যাতন সয়েও বিএনপি নেতাকর্মীরা এখন ইস্পাতকঠিন হয়ে গেছেন। তাদের সহজে দমন করা যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি নেতাকর্মীরা মাঠে নামলে ৫ তারিখের পর প্রতিপক্ষ পালানোর পথ পাবে না।
শুক্রবার (১৪ মার্চ) বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তবে এত নির্যাতনের পরও নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি এবং আগামীতেও ছাড়বেন না বলে তিনি জানান।
তিনি বলেন, কালুরঘাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান। তাই এখান থেকে নতুন আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। জামায়াত ইসলামীসহ অন্যান্য দলগুলোর ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের পর বিএনপির ঘোষিত দলীয় কর্মসূচি সফল করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ইউছুপ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা এ এম কামাল উদ্দিন, মো. মোসলেম মিয়া, সৈয়দ মোজাম্মেল হক, মো. ইউনুচ মিয়া, কাজী কামাল, মো. হারুন মিয়া, এস এম টিপু, মো. আলমগীর, জেলা জিসাস নেতা দিদারুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.