জাতীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ আর নেই। রবিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।গত দুই বছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়ে যাচ্ছিলেন।তার পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছেন ৪ মেয়ে।
জানা গেছে, করোনা মহামারি চলাকালে মোছলেম উদ্দিনের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছিল। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
এদিকে তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মোসলেম উদ্দিন আহমেদের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল মামুন জানান তার প্রথম জানাযা সোমবার(৬ ফেব্রুয়ারী বাদে আসর বোয়ালখালী উপজেলা সদর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। রাতে মরদেহ নগরীর লালখান বাজারের বাসভবন রাখা হবে। মঙ্গলবার(৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।