চট্টগ্রাম ::আদালত চলাকালে পুলিশকে জেরা করার সময় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন অ্যাডভোকেট মোহাম্মদ জোবাইরুল হক নামে চট্টগ্রাম আদালতে এক আইনজীবী।
বুধবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আইনজীবী জোবাইরুলের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের চতুর্থ ব্যাচের ছাত্র ছিলেন। বুধবার আসরের নামাজের পর চট্টগ্রাম আদালত চত্বরে তার জানাজা হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে বিচারাধীন একটি মাদক মামলায় জেরা করার জন্য অপেক্ষা করছিলেন আইনজীবী জোবাইরুল। দুপুরে শুনানি শুরু হয়। মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে জেরা করার সময় হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.