নিজেস্ব প্রতিনিধি(চট্টগ্রাম)::চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে গিয়ে মামা নাজিম উদ্দীন (২৮) কতৃক ধর্ষণ হওয়ার পর হত্যার শিকার হয়েছেন আরজু আক্তার নামের এক তরুণী। তিনি পটিয়া সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত নানা-নানীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার নানার বাড়িতে আসে আরজু। ওইদিন সাতকানিয়ার খাগরিয়া এলাকার নাজিম উদ্দীনও খালার বাড়িতে বেড়াতে আসলে আরজুকে দেখে।আরজু নানার বাড়িতে থাকার বিষয়টি জানতে পেরে মঙ্গলবার গভীর রাতে নাজিম তার খালার বাড়িতে যায়।
রাত আনুমানিক ২টার দিকে আরজু বাথরুমে গেলে সুযোগ বুঝে নাজিমও বাথরুমে ঢুকে প্রথমে ভাগনিকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে আরজুর মুখের ভিতর কাপড় ডুকিয়ে ওড়না দিয়ে পেছিয়ে তাকে হত্যা করে বলে পরিবার ও স্থানীয়দের ধারণা।
পরে মেয়ের চিৎকার শুনে নানা-নানির ঘুম ভেঙে গেলে বিষয়টি দেখে ফেলে। জানাজানি হবার ভয়ে নাজিম তাদেরকে জবাই করে হত্যা করার চেষ্টা করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নাজিম পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা রক্তান্ত অবস্থায় আবদুল হাকিম (৭৫) ও ফরিদা বেগমকে (৬০) উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করে দায়িত্বরত চিকিৎসক।
ফরিদা বেগমের অবস্থা আংকাজনক বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আরজুর লাশ উদ্ধার করে চন্দনাইশ পুলিশ নিয়ে গেছে।
চন্দনাইশ থানার ডিউটি অফিসার এসআই আমিনুল্লাহ জানান, মেয়ে নানার বাড়িতে বেড়াতে আসে। এরপর নাজিমও বেড়াতে আসে সেখানে। মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে সুযোগ বুঝে নাজিম ভাগনি আরজুকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে আরজুকে হত্যা করে। নানি দেখে ফেলায় নানা এবং নানি দুজনকেই কুপিয়ে জবাই করার চেষ্টা করে।
তারা দুজন এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরীর ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এই বিষয় নিয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলেলে তিনি বলেন এই ঘটনায় কোন মামলা রুজু করা হয়নি, কিন্তু ঘটনা সঠিক। কেন মামলা হয়নি তা জানতে চাইলে তিনি বলেন আমি ব্যস্ত আছি পরে আপনার সাথে কথা বলবো।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.