বোয়ালখালী প্রতিনিধি :- চট্টগ্রাম বোয়ালখালী কধুরখীল মুহিব্বানে গাউছুল আজম মাইজভাণ্ডারী পরিষদ এর উদ্যোগে হযরত আলী (রা.) এর স্মরণে ২৬তম মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার মধ্যম কধুরখীল ৪নং ওয়ার্ডে খানকায়ে গাউছে মাইজভাণ্ডারী উজিরিয়া
হাশেমিয়ায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হযরত শাহ উজির আউলিয়া দরবারের সাজ্জাদনশীন আলহাজ্ব শাহসুফি সৈয়দ আবুল হাশেম মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও হারুনুর রশীদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গহিরা কামিল মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস মুফতি মুহাম্মদ ইব্রাহিম আল কাদেরী,
বিশেষ অতিথি ছিলেন হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহাজাদা ছৈয়দ ফরীদুল আনোয়ার হাফেজ নগরী, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, কাজী জাহাঙ্গীর আলম, বোয়ালখালী দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাসান মনছুর,মঞ্জুর, হারুন, ইয়াসির,ইমরান সহ আরো অনেকে।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.