বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে খাট থেকে পড়ে গিয়ে আরভী নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ মে, সোমবার দুপুর ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু ওই এলাকার মো. নাজিম উদ্দিনের মেয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ-কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, দুপুর সোয়া ২টার দিকে আরভীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। শিশুটিকে মৃত নিয়ে এসেছিল। স্বজনরা জানিয়েছে দুপুরে খাট থেকে সে পড়ে গিয়েছিল। স্থানীয় ইউপি সদস্য মো. কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাট থেকে পড়ে গিয়েছিল শিশুটি। শিশুটির পিতা নাজিম উদ্দিন এলাকায় দিনমজুরী করেন। এর আগে নাজিমের একটি ছেলে পানিতে ডুবে মারা গিয়েছিল। তার আরো তিনটি মেয়ে রয়েছে। শিশুটির আত্মীয় মো. ইব্রাহীম জানান, শিশুটিকে খাটের বিছানায় রেখে তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এর একপর্যায়ে শিশুটি জেগে ওঠে এবং গড়িয়ে খাট আর ঘরের দেয়ালের মধ্যে থাকা ফাঁকা জায়গা পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.