পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি :: খাগড়াছড়ির দীঘিনালায় বাড়ীর পাশ থেকে রাহুল কর্মকার(৩৩) নামে এক ব্যক্তির লাশ উদ্বার করেছে পুলিশ । বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ লাশ উদ্বার হয়। সে দীঘিনালা উপজেলার সুধীর মেম্বারপাড়ার মৃত তপন কর্মকারের ছেলে। রাহুল এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
রাহুল কর্মকারের ছোট ভাই জীবন কর্মকার জানায়, মঙ্গলবার বিকালে রাহুল কর্মকার বাসা থেকে বের হয়। রাত ৯টা পর্যন্ত মোবাইলে কথা হয়েছে। এরপর ফোন বন্ধ পাওয়া যায়।
রাহুল কর্মকারের স্ত্রী রূপা কর্মকার তার স্বামীকে হত্যা করা হয়েছে দাবী করে বলেন, মঙ্গলবার বিকালে তার স্বামী বাসা থেকে বের হয়। রাত ৯ টা পর্যন্ত কয়েক বার কথা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্বামীর লাশ বাড়ী থেকে তিনশ গজ দুরে স্বামীর লাশ পাওয়া গেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলী জানান, রাহুল কর্মকারকে রাত ৯টা পর্যন্ত লোকজন দোকানে আড্ডা দিতে দেখেছে। তারা শরীরে বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। লাশ উদ্বারের পর ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.