খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি কার্ভাডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (০৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।তবে কে বা কারা কার্ভাডভ্যানটিতে আগুন দিয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। কার্ভাডভ্যানটি ঢাকা থেকে খাগড়াছড়িতে এসেছিল।
এদিকে বিএনপির তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধ চলছে। খাগড়াছড়ির বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন ও বাঁশ-গাছ ফেলে পিকেটিং করছেন।
খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস। চলাচল করছে না অভ্যন্তরীণ সড়কের পরিবহন।
পুলিশ-বিজিবি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ টহল ব্যবস্থা জোরদার থাকায় পণ্যবোঝাই কয়েকটি ট্রাক শহরে ঢুকেছে। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.