চট্টগ্রাম প্রতিনিধি:- পশ্চিম শাকপুরা কৈর্বত্যপাড়া রক্ষাকালী মন্দিরে বার্ষিক বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে ২ ও ৩ এপ্রিল ২দিন ব্যাপি অষ্টপ্রহর মহানাম যজ্ঞ ও মহতী ধর্মসভাসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।
এ উপলক্ষে ২এপ্রিল রাত ৮টায় এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন- রক্ষাকালী মন্দির কমিটির সাধারন সম্পাদক ইউপি মেম্বার পরিমল দাশ।উদ্ধোধক ছিলেন - বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের বোয়ালখালী শাখার সভাপতি সজল কান্তি চৌধুরী,প্রধান অতিথি ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা অধীর বড়ুয়া।
প্রধান ধর্মীয় আলোচ্যক ছিলেন - রাউজান বাদশা মাবিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক প্রদীপ দে,
বিশেষ অতিথি ছিলেন- এনসিসি ব্যাংকের সিনিয়র অফিসার ও বাংলাদেশ গীতা শিক্ষা কেন্দ্র বোয়ালখালী শাখার সভাপতি উজ্বল শুক্ল দাশ।
মন্দির পরিচালনা কমিটির কার্যকরি সভাপতি গ্রামীণ ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপক এডিসন দাশের স্বাগত বক্তব্যে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু মহাজোট বোয়ালখালী উপজেলা শাখার নেতা পাপন চৌধুরী, সমাজনেতা অনিল দাশ, সমাজনেতা দুলাল দাশ, মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক নিমাই দাশ, ফটো সাংবাদিক রাজীব ধরসহ উৎসব কমিটির নেতৃবৃন্দ।
দু'দিন ব্যাপি অনুষ্ঠান মালায় আহত হাজারো ভক্তবৃন্দের মাঝে আন্দবাজারে মহাপ্রসাদ ও প্রসাদ বিতরণ করা হয়।
সভাশেষে স্থানীয় শিশু-কিশোরদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.