চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় নোনা দাশ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক রূপন।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে পৌর সদরের বুড়ি পুকুরপাড় এলাকায় কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন নোনা দাশ। নিহত নোনা দাশ বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী দাশপাড়ার মৃত সুধাংশু দাশের ছেলে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মাসুদ আলম জানান, গুরুতর আহত নোনা দাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার অনুপম দে বলেন, ৭টা ১০ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.