বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের কর্মসূচীর অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বায়ান্নর ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।
পরে বোয়ালখালী উপজেলা পরিষদ, বোয়ালখালী পৌরসভা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস স্টেশন, আনসার বাহিনী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ বোয়ালখালী জোনাল অফিস শ্রদ্ধা জানায়।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা সরকারী, বেসরকারি সকল প্রতিষ্ঠানে পতাকা অর্ধনির্মিত রাখা, প্রভাতফেরী, চিত্রাঙ্কন, ছড়া, কবিতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করা হবে।
এর আগে শহীদ মিনারটি বাংলা নানা বর্ণ দিয়ে সজ্জিত করা হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.