চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি নাম্বার থেকে ফোন করে ৫০হাজার টাকা মূল্যমানের ল্যাপটপ ৮হাজার টাকায় বিক্রির অফার করা হয়েছে এবং তাৎক্ষণিক টাকা পাঠানোর কথাও বলা হচ্ছে। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বেশ কয়েকজন শিক্ষককে এ অফার দেওয়া হয়েছে বলে জানা গেছে। অফার পাওয়া শিক্ষিকা সুমি বড়ুয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে ইউএনও স্যারের সরকারি নাম্বার (০১৭৩৩৩৩৪৩৪৬) থেকে একটি ফোন আসে। ফোনের কথা অস্পষ্ট হওয়ায় পরবর্তী আরেকটি নাম্বার (০১৯৫০৮৬০৫৫৩) থেকে ল্যাপটপ অফার করে বলা হয় ৫০ হাজার টাকার ল্যাপটপ মাত্র ৮ হাজার টাকায় বিক্রি করা হবে। টাকা তাৎক্ষণিক পাঠাতে হবে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসকে জানিয়েছি। পরবর্তীতে বিষয়টি ভূয়া বলে জানতে পেরেছি। ইউএনও মোহাম্মদ মামুন বলেন, এ পর্যন্ত দুইজনকে এ ধরণের অফার দেওয়ার তথ্য পাওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।