ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের অন্যতম ওলীয়ে কামেল,হাযত রওয়া,মুশক্বীল ক্বোশা,রুহুল আশেকীন,সুলতানুল মোনাজেরীন,হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী,আল-চিশতী (রহঃ) প্রকাশ নূরী বাবার ৪৬ তম বার্ষিক ওরশ শরীফ ২৭ অগ্রহায়ণ মোতাবেক ১২ ডিসেম্বর ২০২২ইং,সোমবার আহলা দরবার শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
ওরশ শরীফ পরিচালনা করবেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)।ওরশ শরীফ উপলক্ষে আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কর্তৃক দিনব্যাপী বিস্তারিত কর্মসূচীর পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
উক্ত ওরশ শরীফ,ভক্ত-আশেকানদের মিলন মেলায় হাজির হয়ে আউলিয়া কেরামের রূহানী ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া,কেন্দ্রীয় কমিটির সভাপতি এ,এইচ,এম নিযামুদ্দীন রাজু এবং সাধারন সম্পাদক মাকসুদূর রহমান।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.