আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ খ্রিঃ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত হল বিশেষ ব্রিফিং।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।
প্রতিবারের মত বন্দর নগরীতে এবারেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে আয়োজিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের এই আনন্দকে নিরাপদ ও নিরবিচ্ছিন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেন কোন ধরনের অনিশ্চয়তা উৎসবের এই আনন্দকে ম্লান করতে না পারে, ব্রিফিং কালে সিএমপি কমিশনার মহোদয় দায়িত্বরত সকল পুলিশ সদস্যকে সেদিকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম সহ সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.