জায়ান উল আবেদিন : আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ফায়ার সার্ভিস কে একটি একাউন্ট খুলে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আবেদন জানিয়ে পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেন।
হেশট্যাগ মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে শুরু করা ওই পোস্টে তিনি বলেন,দয়া করে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে একটা ব্যাংক একাউন্ট খোলার নির্দেশ দিন। আমরা সারা দেশের মানুষ সেই ব্যাংক একাউন্টে টাকা জমা দিব, যে যা পারি তাই দেব। 10 100 1000 10000, দেশের মানুষের টাকায় আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতি কেনা হবে। নিজেদের টাকায় যেহেতু আমরা আমাদের স্বপ্নের "পদ্মা সেতু" করতে পেরেছি, তাহলে আমরা আমাদের টাকায় উন্নত-আধুনিক যন্ত্রপাতিও কিনতে পারবো, দয়া করে আপনি আমাদের কে সেই সুযোগ টা করে দিন। এদেশের মানুষ বিপদে মানুষের পাশে দাঁড়ায় এর নাম সোনার বাংলাদেশ।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।