বোয়ালখালী প্রতিনিধি:- বোয়ালখালীতে মো. জাবেদ হোসেন (৩৩) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খাল থেকে মোঃ জাবেদের মরদেহ উদ্ধার করে।
নিহত মোঃ জাবেদ উপজেলা ৭নং চরণদ্বীপ ইউনিয়নে ৯নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ ফজল আলী বাড়ির জাফর আহমদের পুত্র ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৬ এপ্রিল বুধবার বাড়িতে ইফতার করে সন্ধ্যায় মোঃ জাবেদ গাড়ি নিয়ে বের হন। খালে মোঃ জাবেদের লাশ পাওয়া গেলেও অটোরিক্সার গাড়িটির হদিস নেই।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, লাশের চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.