বোয়ালখালী প্রতিনিধি::আমিরুল আউলিয়া হযরত আমিরুজ্জামান শাহ (রহ.)’র প্রধান খলিফা হযরত আনছুর আলী শাহ (রহ.)’র ৭৮ তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন।
সোমবার (১৮ জানুয়ারি) ৬নং পোপাদিয়া ওরশ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে দিনব্যাপী খতমে কোর’আন, খতমে গাউছিয়া, ছেমা মাহফিল, মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সাইফুল ইসলাম বলেন, ইসলাম সবসময় শান্তির কথা বলে। মানুষের কল্যাণ ও মানবতা প্রতিষ্ঠায় ইসলাম যুগযুগ কালজয়ী ভূমিকা রেখে যাচ্ছে আল্লাহ ওলি বুজুর্গগন।
পরিশেষে দেশ-জাতি ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, হযরত আনছুর আলী শাহ (রহ.)’র রওজা শরীফ পূর্ব-পশ্চিম অবস্থায় রয়েছে। তাঁর এই পবিত্র রওজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসেন। বিজ্ঞপ্তি
Post Views:
৫১৭