বোয়ালখালী প্রতিবেদক ::বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে রাতের আধারে ব্যক্তি মালিকানাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ৪ জানুয়ারী রাত আড়াইটা সময় এই ঘটনা ঘটে ।
জানা যায়, উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে ক্রয়কৃত জায়গায় পাকা দোকানগৃহ নির্মাণ করে যুগযুগ ধরে ভোগ দখল করে আসছেন রোকেয়া বেগম। ইতিপূর্বেও দোকানগুলো জবরদখলের চেষ্টা করলে রোকেয়া বেগমের স্বামী নুর মোহাম্মদ বাদি হয়ে বিজ্ঞ আদালতে মামলা নং-১৯৩/১৮ ও ৩২৮/১৮ দায়ের করেন। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। বিবাদীরা বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকার পরও আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৪ জানুয়ারী রাত আনুমানিক আড়াই টার সময় দোকানগৃহ ভাঙচুর করে ।
এই ঘটনায় রোকেয়া বেগমের স্বামী নুর মোহাম্মদ বাদী হয়ে পশ্চিম শাকপুরা উত্তর পাড়া আমিন মেম্বারের বাড়ীর মৃত নুরুল হকের ছেলে মোহম্মদ মহরম আলী, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ কোরবান আলী, মো. মাহমুদুল হক, মৃত আমিনুল হকের ছেলে নিজাম উদ্দিন, আনিছ তালুকদারের বাড়ীর মৃত সৈয়দ আহমদের ছেলে আবু তাহের, বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের দেলা মিয়ার পুত্র মোহাম্মদ ইব্রাহিমকে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়রী লিপিবদ্ধ করে।
বাদী নুর মোহাম্মদ বলেন, বিবাদীরা রাতের আধারে আমাদের দোকানগৃহ জোরপূর্বক দখলে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে। ইতিপূর্বেও দখলের চেষ্টা চালালে বিজ্ঞ আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করি। আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৪ জানুয়ারী রাতের আধারে আবারো দোকানগৃহ ভাংচুর করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওমর ফারুক বলেন, রাতেই ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার খবর পেয়ে ভাঙচুরকারীরা পালিয়ে যায় ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল করিম বলেন, শাকপুরা চৌমুনহনী বাজারে দোকান ভাঙচুরের ঘটনা থানায় সাধারণ ডায়রী লিপিবদ্ধ করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
Post Views:
২২৫