মাইজভান্ডার দরবার শরীফের হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর প্রথম খলিফা বোয়ালখালীর চরণদ্বীপ দরবার শরীফের হযরত শেখ অছিয়র রহমান শাহ ফারুকীর নাতি ও গোলামুর রহমান বাবা ভান্ডারীরর প্রথম খলিফা হযরত শেখ খায়রুল বশর শাহ ফারুকীর ছেলে খায়রুল বশরীয়া মঞ্জীলের শাজ্জাদানশীন শাহাজাদা হযরত শেখ বদরুল উলা ফারুকী প্রকাশ সাজু মিয়া চরণদ্বীপি ওফাত হয়েছেন। তিনি চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫-৩০ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবার মাঝ থেকে বিদায় নিয়েছেন।
আমার নানা ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় সকল ভক্ত অনুরাগীরদের দরবারে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।
Post Views:
১৫৬