কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের রনাঙ্গনে উলিপুরের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মৃতিচারণ সম্বলিত বিজয়কাব্য গ্রন্থ সম্পদনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোজন করেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী বীরবিক্রম। উপজেলা প্রশাসনের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ মতিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, বীর মুক্তিযোদ্ধা এমডি ফয়জার রহমান, গোলাম মোস্তফা, রবিউস সামাদ সহ প্রমুখ।
Post Views:
১১০