logo

বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর, ২০১৯ - ২৭শে অগ্রহায়ণ, ১৪২৬ - ১৪ই রবিউস-সানি, ১৪৪১

শিরোনাম

চিলমারীতে সাইন্স কার্নিভাল-২০১৯ অনুষ্ঠিত
১৫ নভেম্বর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে সাইন্স কার্নিভাল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় সাইন্স কর্ণার উদ্বোধনের মধ্যদিয়ে দিনব্যাপী সাইন্স কার্নিভাল-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্।
ফুলকলি মেরিট কেয়ার স্কুলে চিলমারী স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এবং প্রজেক্ট ক্যামেস্ট্রি সাইন্স কার্ণিভালের আয়োজন করে। কুড়িগ্রাম জেলায় এই প্রথম অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ফুলকলি মেরিট কেয়ার স্কুলের পরিচালক মোঃ আব্দর রউফ সরকার, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহমান রতন, প্রজেক্ট ক্যামেস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর নাঈমুর রহমার নাঈম, চিলমারী স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মিজানুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাইন্স কার্নিভালের মিডিয়া পার্টনার রেডিও চিলমারী এফএম ৯৯.২০ ও সাপ্তাহিক যুগের খবর। ফুড পার্টনার মর্নিং ফ্রেশ, ইভেন্ট পার্টনার বিজ্ঞান বাক্স, এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চেপ্টার।

সর্বশেষ খবর

আরো খবর

আজকের সংবাদের প্রচারিত কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by GrameenFox