বোয়ালখালী প্রতিনিধি :: ফেইসবুকে সাংসদ বাদলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মঈনুদ্দিন খান বাদলের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা প্রচারনার অভিযোগে হারুন অর- রশিদ নামের বোয়ালখালীর এক মাওলানাকে ডিজিটাল নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আটক করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হাটহাজারী থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
এজাহার সূত্রে জানাযায়- উপজেলার শাকপুরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার (কাজি) নিয়োগের ব্যাপারে স্থানীয় সাংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল’কে জড়িয়ে মাওলানা হারুন-অর-রশীদ প্রকাশ মোল্লা হারুন ফেইসবুকে তার নিজস্ব আইডিতে গত ৫ সেপ্টম্বর একটি পোষ্ট দেয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে কামাল উদ্দিন খান মুকুল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় হাটহাজারী থেকে আটক করে তাকে থানায় নিয়ে আসে। ধৃত হারুন উপজেলার পশ্চিম শাকপুরা ৩ নং ওয়ার্ডের শামসুল আলম প্রকাশ খয়রাতি রাজাকারের পুত্র বলে জানা গেছে। মাওলানা হারুন-অর-রশীদকে আটকের ঘটনাটি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ পি পি এম বলেন মাননীয় সাংসদকে জড়িয়ে নিজের ফেইসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে মামলা দায়ের হওয়ায় সংশ্লিষ্ঠ ধারায় তাকে আটক করা হয়েছে।
Post Views:
৮৯৫