logo

সোমবার ২৭শে জানুয়ারি, ২০২০ - ১৪ই মাঘ, ১৪২৬ - ১লা জমাদিউস-সানি, ১৪৪১

উলিপুরে অস্বচ্ছ্বল পরিবারের শিশুদের জন্য জাগি সংগঠনের চিকিৎসা সেবা কার্যক্রম
৮ আগস্ট, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম উলিপুরের বুড়াবুড়ী ইউনিয়নের চরকলাকাটয় ২০০ শিশুকে বিনামুল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ সরবরাহ করে সামাজিক সংগঠন জাগি। শিশুদের পাশাপাশি সব বয়সী মানুষদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র প্রদান করা হয়।
আজ ৮ই আগস্ট সকালে জাগি সংগঠনের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ঔষুধ সরবরাহ কর্মসুচিতে উপস্থিত ছিলেন জাগির সমন্বয়ক আবু হেনা মুস্তফা,কর্মসূচী সংগঠক নাঈম ইসলামসহ জাগির কর্মীবৃন্দ
উল্লেখ্য, উলিপুরে ভয়াবহ বন্যার পানি থাকাকালীন এবং পানি নেমে যাওয়ার পর শিশুদের বিভিন্ন পানিবাহিত রোগ সহ অন্যান্য রোগ থেকে পরিত্রাণে ২৪ প্রকারের ঔষুধ( ট্যাবলেট,সিরাপ,মলম) বিনামূল্যে সরবরাহ করে সামাজিক সংগঠন জাগি ।

আরো খবর

আজকের সংবাদের প্রচারিত কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ

Developed by GrameenFox